মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

‘রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভাবছে সরকার’

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৬, ২০২২

রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভাবছে সরকার। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী দাবি করেন দেশের পরিস্থিতি ভালো হচ্ছে। তিনি বলেন, অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেল। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেল। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি। ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে দেশে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ায় সরকার। নতুন দর অনুযায়ী, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন কিনতে হচ্ছে ১১৪ টাকায়। আর প্রতি লিটার অকটেন কিনতে ‍গুনতে হচ্ছে ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ