বিশ্বজুড়ে টালমাটাল খাদ্য শস্যের বাজারে নতুন আশার আলো দেখাচ্ছে রাশিয়া-ইউক্রেন চুক্তি। কৃষ্ণসাগর দিয়ে গম রপ্তানি নির্বিঘ্ন করতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গতকাল একটি চুক্তি হয়েছে দেশ দুটির মধ্যে।
শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরবাকভ। তবে ইউক্রেনের দাবি, মস্কোর সাথে নয়, তারা চুক্তি করেছে জাতিসংঘের সাথে।
চুক্তির অন্যতম শর্ত হলো কৃষ্ণসাগরে অবস্থানরত জাহাজগুলোকে কেবল তুরস্ক সীমান্তেই তল্লাশি করা যাবে। এই চুক্তি বিশ্বের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে পড়া থেকে বাঁচাবে বলে আশা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের।
অন্যদিকে, দীর্ঘ দুই মাসের চেষ্টার পর দুই দেশকে চুক্তিতে রাজি করাতে পারায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
চুক্তি সই নিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন, চুক্তিটি ইউক্রেন থেকে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্য রপ্তানির পথ খুলে দেবে এবং দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা উন্নয়নশীল দেশগুলো এ থেকে উপকৃত হবে। চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, চুক্তি অনুযায়ী শনিবার (২৩ জুলাই) থেকেই জাহাজ চলাচল শুরু হবে।