২০২১-২২ মৌসুমে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে একটি একাদশ ঘোষণা করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। কিন্তু ভোটের মাধ্যমে তৈরি করা এই একাদশে জায়গা হয়নি সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মার্কার সেরা একাদশে শুধু রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি এই তিন ক্লাবের খেলোয়াড়দের।
ইউরোপের মৌসুম শেষে ভোটের মাধ্যমে ফুটবলারদের সেরা একাদশ নিয়ে কাজ করে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। এর নির্বাচনী প্যানেলে থাকেন একাধিক খেলাধুলা বিষয়ক সাংবাদিক ও সংশ্লিষ্টরা। এ বছরও এর ব্যতিক্রম নয়।
২০২১-২২ মৌসুমে ৭১জন সদস্যের ভোটে সেরা একাদশ ঘোষণা করেছে মার্কা। কিন্তু অবাক করার বিষয় এই একাদশে নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। তালিকায় রোনালদো স্থান হয়েছে ২৪ ও মেসি জায়গা পেয়েছেন ২৬ নম্বরে। সেরা একাদশে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের পাঁচজন।
যেখানে কোনও সন্দেহ ছাড়াই গোলবারের দায়িত্ব সামলাতে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া। সেই সঙ্গে আছেন লুকা মদ্রিচ, করিম বেনজেমা, ডেভিড আলবা ও ভিনিসিয়ার জুনিয়র। এদিকে আরেক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট লিভারপুলের আরনল্ড, ভ্যান ডাইক ও মোহাম্মদ সালাহ জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
পারফরম্যান্সের ভিত্তিতে ম্যানসিটির তিন খেলোয়াড় রদ্রি, ডি ব্রুইনা ও ক্যানসেলো আছেন মার্কার সেরা একাদশে। সেরা ফুটবল জাতির তালিকায় থাকা দেশগুলো থেকে খেলোয়াড়রা এ একাদশে জায়গা পেলেও স্থান হয়নি কোনও আর্জেন্টাইন খেলোয়াড়ের।
মার্কার ঘোষিত সেরা একাদশ
থিবো কোর্তোয়া, আলেক্সান্ডার আরনল্ড, ভ্যান ডাইক, ডেভিড আলবা, ক্যানসেলো, ডি ব্রুইনা, রদ্রি, লুকা মদ্রিচ, মোহাম্মদ সালাহ, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।