ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত হয়েছেন। জেলার তরা এলাকায় মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন।
এ সময় দুই পরিবহনের চালক দুজনও গাড়িতে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ১জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পুলিশ জানায় সকাল সাড়ে ১০ টার দিকে পাটুরিয়াগামী সেলফি পরিবহণের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ২ চালকসহ ১০ জন আহত হন।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।