মাদারীপুরের রাজৈরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (বুধবার) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর পৌর ভবনের সামনে। নিহতরা হলেন- নওগাঁ জেলার পোসরা থানার চালক সাদ্দাম ও তার সহকারী খাইরুল ইসলাম।
জানা যায়, একটি আম বোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিলো এবং সোনার বাংলা পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পরিবহন দু’টি রাজৈর পৌর ভবনের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চালক ও তার সহকারী নিহত হয়।
মাদারীপুর হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনার পর সোনার বাংলা বাসটি পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।