মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

মাত্র ৪ বলেই অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা জয়

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১, ২০২২

অস্ট্রেলিয়ান স্পিনারদের দাপটে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ধসে কুপোকাত স্বাগতিক শ্রীলঙ্কা। নাথান লিয়ন আর ট্র্যাভিস হেডের ঘূর্ণিতে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। এতে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫ রানের।

সহজ টার্গেটকে সহজেই টপকে যায় সফরকারী অজিরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ বল খেলে ১০ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একাই চার বল খেলে এক চার ও এক ছক্কায় দলকে জিতিয়ে দেয়।

এর আগে তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে অলআউট করে দেয় লঙ্কান বোলাররা। দারুণ বল করেন রমেশ মেন্ডিস। ৩২ ওভারে ১১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মেন্ডিস। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও জেফরি ভান্দারসি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১২ রান করেছিল স্বাগতিকরা। এতে ২০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামেন শ্রীলঙ্কা। আর দ্বিতীয়বার নেমেই ব্যাটিং ধসে পড়ে। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তারা টিকেছে মাত্র ২২.৫ ওভার।

শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার। এরপর ৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ১২ রান করে সোয়েপসনের বলে আউট হন ফার্নান্দো। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপরই চমক দেখান অফস্পিনার ট্র্যাভিস হেড। ১০ রানেই তুলে নেন ৪ উইকেট। দিনেশ চান্দিমালকে ১৩ রানে বোল্ড করেন। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ধনাঞ্জয়াকে (১১)। ৮ রানে ব্যাট করা জেফরিকে বোল্ড করে দেন। রানের খাতাই খুলতে পারেননি লাসিথ এমবুলদেনিয়া।

২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন হেড। এ ছাড়া ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন। ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ