উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং রয়টার্সকে বলেছেন, নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার একটি শিল্প কারখানায় এ আগুন লাগে। একটি বয়লার ফেটে যাওয়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
হাপুর জেলার ঢোলনা এলাকায় অবস্থিত কারখানাটি। বিস্ফোরণে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
এক অফিসিয়াল টুইটবার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে করা টুইট বার্তায় বলা হয়, ‘মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে যেয়ে উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা তদারকি করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।’