ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা-ভূমিধসে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। এছাড়া টানা বৃষ্টিতে বাড়ছে ভারতের ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আসামে।
পানিবন্দী হয়ে পড়েছেন রাজ্যটির ২৫ জেলার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ লাখ। ডুবে গেছে বহু সড়ক। অন্তত ছয়টি স্থানে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। আসাম, মেঘালয়, অরুণাচল ও পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য আবহাওয়া দপ্তর।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের আলিপুর দুয়ারেও জারি হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কুচবিহারে ভূমিধসের শঙ্কায় পর্যটকদের সতর্ক করা হচ্ছে।
এদিকে দক্ষিণ ভারতের কর্নাটক ও কেরালা রাজ্যেও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। সেখানে বন্যার শঙ্কা করছে দেশটির আবহাওয়া অফিস।