জম্মু-কাশ্মীরের পাহেলগামে ৩৯ জন আইটিবিপি সৈন্য বহনকারী একটি বাস নদীগর্ভে পড়ে গেছে। কর্মকর্তাদের মতে, বাসে থাকা সৈন্যদের মধ্যে ৩৭ সদস্য ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের, আর দুজন জম্মু-কাশ্মীর পুলিশের।
উল্লেখ্য, অমরনাথ যাত্রার নিরাপত্তায় ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।
চন্দনওয়ারি থেকে পাহেলগাম যাওয়ার পথে সোমবার (১৬ আগস্ট) সৈন্যদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার অভিযান চলছে। সূত্র: এশিয়া নেট নিউজ