কয়েদিন আগে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ ঘোষণা দিয়েছিলো সরকার। তার কয়েকদিনের মাথায় ঘোষণা দিয়ে লোডশেডিং শুরু। বিদ্যুৎ খাতের লুটপাট এবং ব্যবস্থাপনার কারণেই আজ দেশের এই দুরাবস্থা। সরকার তাদের কিছু নিজস্ব লোককে লাভবান করতে পাওয়ার প্লান্টের ব্যাবসা ধরিয়ে দিয়েছিলো।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বরিশালের বাকেরগঞ্জে স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্নার বাসভবনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এর আগে সকাল সাড়ে ১০ টা হেলিকপ্টার যোগে বাকেরগঞ্জ পৌঁছান এবং বিকালে পটুয়াখালীতে দলের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, এভাবে একটা দেশ চলতে পারে না। দেশ বিরোধী মত দমন করছে সরকার। মানুষ তার মত প্রকাশ করতে পারছে না। বিরোধী দলগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না।
Notifications