বুধবার, ০৮ মে ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

বৈশ্বিক মন্দাভাব নয়, অভ্যন্তরীণ অস্থিরতার খলনায়ক আর্থিক খাত: দেবপ্রিয়

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১১, ২০২২

বৈশ্বিক মন্দাভাব নয় বরং অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতার পেছনে খলনায়ক হিসেবে আর্থিক খাত কাজ করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তার মতে, আর্থিক খাতের সংস্কার না করে, দুর্বল রাজস্ব কাঠামো দিয়ে উচ্চ প্রবৃদ্ধির ফাঁদে পড়া এই বাংলাদেশের এখন বড় চ্যালেঞ্জ বাড়তে মূল্যস্ফিতি নিয়ন্ত্রণের বিপরীতে ভতুর্কির চাপ কমানো ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক অবস্থার গতি প্রকৃতি নিয়ে এক ভার্চ্যুয়াল আলোচনায় এমনটা জানান তিনি।

এসময় ড. দেবপ্রিয় বলেন , ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ভতুর্কি খাতে ৫৪ শতাংশ খরচ করেছে সরকার।

যার বেশিরভাগই বিদ্যুৎ খাতে। দৃশ্যমান ভৌত অবকাঠামোগত বিনিয়োগের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমেছে। জানান, বৈদেশিক মুদ্রাবাজারে যে চলমান অস্থিরতা এটা রোগের উপর্সগ কেননা , ঐতিহাসিকভাবে আর্থিক খাতে সংস্কার না করায় এখন তার ফল পাচ্ছে বাংলাদেশ। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে তাই অন্তবর্তীকালীন অর্থনৈতিক নীতিমালা প্রয়োজনের পাশাপাশি ঐক্যমতের ভিত্তিকে অংশগ্রহণমূলক নীতি প্রণোয়নের ওপরেও জোর দিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ