বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।
বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ ঘটনাটি নিশ্চিত করে জানান, দগ্ধ সাতজনকে উদ্ধার করে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুলগেরিয়ান নিউজ এজেন্সি বিটিএ’র খবরে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল। রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের বসনেক নামে একটি গ্রামে আসার পর স্ট্রমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১২ জন শিশু। ধারণা করা হচ্ছে, বাসের সব যাত্রী উত্তর মেসিডোনিয়ার নাগরিক হতে পারে।
দুর্ঘটনার বিষয়টি নিয়ে এরই মধ্যে উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
সূত্র: রয়টার্স