মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২

চলতি সপ্তাহের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। সোমবারও (১৫ আগস্ট) মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। প্রতি আউন্সের দরপতন হয়েছে ১ শতাংশের ওপরে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৭৫ দশমিক ২০৪ ডলারে। এর আগে গত সপ্তাহে এ স্বর্ণের মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়।

এদিন ইউএস গোল্ড ফিউচার্সের দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৯০ দশমিক ৩০ ডলারে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ধীর হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে স্বর্ণে বিনিয়োগ থেকে আপাতত বিরত থাকছেন ব্যবসায়ীরা।

ফলে ডলারের মান আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য বাড়ছে। এছাড়া চীনের অর্থনীতির গতি শ্লথ রয়েছে। ফলে স্বর্ণের দর পড়েছে।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, স্বর্ণের বাজার দোদুল্যমান রয়েছে। ডলার ক্রমশও আরও শক্তিশালী হচ্ছে। চীনে অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ