বিশ্বকাপ ফুটবলের অফসাইডের সিদ্ধান্তের ভুল কমাতে রোবট লাইন্সম্যান ব্যবহার করবে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন এই প্রযুক্তি ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য সান। বিশ্বকাপ আসরে ব্যবহার করার আগে এই প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
রোবটে ব্যবহৃত ১০টি ক্যামেরা প্রতিটি খেলোয়াড়ের শরীরের ২৯টি জায়গা চিহ্নিত করবে। ফিফা জানিয়েছে,বর্তমান ভিএআর প্রযুক্তি থেকে রোবট প্রযুক্তি কম সময়ে অফসাইট চিহ্নিত করতে পারবে। আগামী সোমবার ফিফার বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছে ফিফা।