যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে দু’টি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমানটি দু’টিতে থাকা চার আরোহীর সবাই নিহত হয়েছেন।
সিবিএস নিউজ জানিয়েছে, নর্থ লাস ভেগাস এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। রোবরার দু’টি জেনারেল এভিয়েশন এয়ারক্রাফটের সংঘর্ষ হয় বলে জানান বিমান চলাচল কর্মকর্তারা।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএ) জানিয়েছে, রোববার স্থানীয় সময় বেলা প্রায় ১২টার দিকে উড্ডয়নের প্রস্তুতকালে একটি পাইপার পিএ-৪৬-র একটি সেসনা ১৭২ এর সঙ্গে সংঘর্ষ হয়।
সংস্থাটি বলছে, পাইপারটি রানওয়ে ৩০-রাইটের পূর্বে একটি মাঠে বিধ্বস্ত হয় এবং সেসনা একটি পুকুরে পড়ে যায়। দু’টি বিমানে দু’জন করে লোক ছিল।
ক্লার্ক কাউন্টি ডিপার্টমেন্ট অব এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, কেউই বেঁচে নেই। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
মারাত্মক এই দুর্ঘটনার কয়েক ঘন্টা পর বিমানবন্দরটি বিমান চলাচলের জন্য উন্মুক্ত ছিল এবং সন্ধ্যা পর্যন্ত দু’টি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে ফার্স্ট রেসপন্ডার এবং তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করতে পারে।