নওগাঁয় বিআরটিসি বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার বলিহার ব্রিজের পশ্চিম পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক কছিমদ্দিন বলিহার ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত কুদরতের ছেলে।
পুলিশ জানায়, সকালের দিকে নওগাঁ রাজশাহী মহাসড়ক হয়ে খালি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন কছিমদ্দিন। এসময় একটি বাস আসছিল রাজশাহী থেকে নওগাঁর দিকে। পথে বলিহার নামক ওই জায়গায় আসলে অসাবধানতা বশত বিআরটিসি বাসটি ডান দিকে চেপে যায়। বাসটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ভ্যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কছিমদ্দিনের।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি জুয়েল। ইতোমধ্যে নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।