শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে – হাজী কাওছার প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ দেশ বিদেশের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের আলোচনা ফেব্রুয়ারিতে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে

বাংলাদেশকে টপকাতে পারল না পাকিস্তান

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৩, ২০২২

দারুণ ব্যস্ত সময় কাটছে আইসিসির পূর্ণ সদস্য দল গুলোর। অধিকাংশ দলই সম্প্রতি কোনো না কোনো সিরিজ খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে বেশ তৎপর প্রায় প্রতিটি দলই।

এদিকে প্রায় একইসঙ্গে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ানডে সিরিজ হলো। যেখানে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস, ভারত-জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডসকে ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান ও ভারত। আর ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।

সদ্য সমাপ্ত এই তিন সিরিজ শেষে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ব্যাপক রদবদল হয়েছে। পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড লিগ টেবিলে বড়সড় লাফ দিয়েছে। এতে পিছিয়ে গেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। যদিও সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ধরে ফেলেছে পাকিস্তান। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

যদিও ভারতকে ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে না বলে তাদের কাছে নিছক গুরুত্বহীন এই সুপার লিগ টেবিল। আয়োজক দেশ হিসেবে ভারত এমনিতেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলবে। বাকিদের লড়তে হবে সেরা আটের জন্য।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগ টেবিল

ক্রামিক দেশ ম্যাচ পয়েন্ট রান রেট 
ইংল্যান্ড ১৮ ১২৫ +১.২১৯
বাংলাদেশ ১৮ ১২০ +০.৩৮৪
পাকিস্তান ১৮ ১২০ +০.২১৭
নিউজিল্যান্ড ১২ ১১০ +১.২৬৩
ভারত ১৫ ১০৯ +০.৭১৯
আফগানিস্তান ১২ ১০০ +০.৫৬৩
ওয়েস্ট ইন্ডিজ ২৪ ৮৮ -০.৭৩৮
অস্ট্রেলিয়া ১২ ৭০ +০.৪৯৬
আয়ারল্যান্ড ২১ ৬৮ -০.৩৮২
১০ শ্রীলঙ্কা ১৮ ৬২ -০.০৩১
১১ দক্ষিণ আফ্রিকা ১৩ ৪৯ -০.২০৬
১২ জিম্বাবুয়ে ১৮ ৩৫ -১.০৭৬
১৩ নেদারল্যান্ডস ১৯ ২৫ -১.১৬৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ