বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ সোমবার (চৌঠা জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বানভাসি মানুষ খাবারের অভাবে মারা যাওয়ার উপক্রম হলেও সরকারের তরফ হতে সাহায্য মিলছে না। উল্টো বিএনপি’র ত্রাণ কার্যক্রমে বাঁধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বন্যা দুর্গতদের সহায়তায় রাজনৈতিক সংকীর্ণতা ছেড়ে সকল দলকে এগিয়ে আসার আহŸানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।