দ্বিতীয়বারের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আজিজুল্লাহ ফাজলি।
তালেবানদের আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গতকাল দেশের ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। এতে এসিবির বড় পদে ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন ফাজলি। ক্ষমতা নেয়ার পর তালেবানদের বড়সড় রদবদলের প্রথম ঘটনা এটি।
রোববার বোর্ড কর্মকর্তাদের সাথে তালেবানের বৈঠক শেষে ফাজলিকে চেয়ারম্যান পদ দেয়া হয়। টুইটারের মাধ্যমে এক বার্তায় ফাজলিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এসিবি।
এসিবি জানায়, ‘এসিবি’র সাবেক চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে আবারও বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আসন্ন প্রতিযোগিতাগুলোতে নিজের দায়িত্ব পালন করবেন।’
এর আগে আতিফ মশালের পদত্যাগের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ পান ফাজলি। পরের বছরের জুলাই পর্যন্ত এসিবির চেয়ারম্যান ছিলেন ফাজলি। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতায় ফারহানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফাজলি। প্রায় দুই দশক ধরে আফগান ক্রিকেটের প্রসারে সহায়তা করছেন তিনি। এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার ভূমিকাও পালন করেছিলেন ফাজলি।