শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

ফারাক্কা চুক্তির নামে জনগণের সামনে মুলা ঝুলানো হচ্ছে: ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২
BNP-Fakhrul

ফারাক্কা চুক্তির নামে জনগণের সামনে মুলা ঝুলানো হচ্ছে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

শনিবার (১৮ জুন) ভাটারা থানা ওয়ার্ড বিএনপির সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, বন্যা বিপর্যয় নয়, সরকারের মনোযোগ উৎসবের দিকে।

এ সময় সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, যে কোনো দুর্ঘটনা সরকারই ঘটায় আর দোষ চাপায় বিএনপি’র ওপর।

তিনি আরও বলেন, এদেশে নির্বাচন হয় না, নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, তাই কেয়ারটেকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অটল হয়ে আছে সরকার।

এ সময় নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যতীত বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও জানান তিনি। এছাড়া অবিলম্বে সিলেট অঞ্চলের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার দাবিও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ