ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ দুই নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের ছাড়াও কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে তারা। এসময় প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে পার্টির সদরদপ্তরের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন রাস্তায় নেমে আসে কংগ্রেসের নেতাকর্মীরা।
প্রতিবাদের অংশ হিসেবে এদিন দলের অন্যান্য নেতাকর্মীর সঙ্গে প্রিয়াঙ্কাও কালো পোশাক পরেন। এদিন প্রতিবাদের এক পর্যায়ে তাকে ব্যারিকেড টপকাতেও দেখা যায়। এরপর রাস্তার ওপরই বসে পড়েন প্রিয়াঙ্কা। কিছুক্ষণ পর পুলিশ তাকে জোর করে নিয়ে যায়।
এর আগে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভের অনুমতি দেয়া থেকে বিরত থাকে পুলিশ। প্রিয়াঙ্কাকে আটকের আগে রাহুলকেও আটক করে পুলিশ।
কংগ্রেসের টুইট করা এক ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, সরকার মনে করে তারা আমাদের চুপ করে দিতে পারে। এটা মনে করে যে আমাদের এই পুলিশ বাহিনী দেখিয়ে চুপচাপ বাসে বসিয়ে দিতে পারে। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে।
#WATCH | Police detain Congress leader Priyanka Gandhi Vadra from outside AICC HQ in Delhi where she had joined other leaders and workers of the party in the protest against unemployment and inflation.
The party called a nationwide protest today. pic.twitter.com/JTnWrrAT9T
— ANI (@ANI) August 5, 2022