প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি সাড়ে ছয় লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। শনিবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের এক ক্রেতা নিলামে গাড়িটি কিনে নেন। তিনি চেশায়ারের বাসিন্দা। খবর: বিবিসি।
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ১৯৮৫ সালের আগস্ট মাস থেকে প্রায় তিন বছর কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ব্যবহার করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাড়িটির সঙ্গে চেলসি ও কেনসিংটনে ছবিও তুলেছেন ডায়ানা। সি ৪৬২এফএইচকে নম্বরে নিবন্ধিত গাড়িটি যুক্তরাজ্যের ওয়ার্কশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোনের অকশনের মাধ্যমে বিক্রি হয়।
নিলামকারী জোনাথন হামবার্ট বলেন, ‘গাড়িটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। যেটি ১২ বছরে তাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশিসংখ্যক টেলিফোন বিড পেয়েছে। নিলামের বিডিং এক লাখ পাউন্ড থেকে শুরু হয় এবং খুব দ্রুত দুবাইসহ বেশ কিছু অঞ্চলের ক্রেতাদের মধ্যে একটি প্রতিযোগিতায় পরিণত হয়।
মাত্র ৩৬ বছর বয়সে প্রিন্সেস ডায়ানা মারা যান। কিন্তু এখনও বিশ্বজুড়ে বহু মানুষের ‘হৃদয়ের রাজকুমারী’ হয়েে আছেন তিনি। ডায়ানার মৃত্যু এখনও যেমন মানুষকে ভাবায়, তেমনি ব্রিটিশ রাজপরিবারের ওপর ভর করে আছে তার মৃত্যুর ছায়া। ৩১ আগস্ট ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। দুর্ঘটনার সময় লিমোজিনে ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রেমিক মিসরের দোদি আল-ফায়েদ।