তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই যানবাহনের সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয় এবং আহত ১৬ জন। শনিবার সকালে গাজিনটেপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই মার্ডিন শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে জনপূর্ণ এলাকায় ট্রাক উঠিয়ে দিলে এতে পৃষ্ঠ হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়। খবর বিবিসি
তবে পৃথক এই ঘটনার মথ্যে কোনা সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
ট্রাক চাপায় ১৬ জন মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে ২৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ফারটিন কোচা।
স্বাস্থ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, মার্ডিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে জড়ো হওয়া মানুষের ভিড়ের ওপর উঠে যায়।
আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনার পর জরুরী উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শনিবার প্রথম ঘটনাটি ঘটেছে গাজিনটেপ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর নিজিপের কাছে।
এদিকে পৃথক এ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী বেরিক বোজডাক।