রবিবার, ১২ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

পাহাড়ি দুই সশস্ত্র সংগঠনের মধ্যে ভয়াবহ গোলাগুলি

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৬, ২০২২

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে রাঙ্গামাটির পাহাড়ি জনপদ। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর জারুলছড়ি দুলুবনিয়া এলাকায় পাহাড়ি আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ সংগঠিত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) ভোর পাঁচটায় গোলাগুলির শুরু হয়ে আনুমানিক দুই ঘণ্টা এই বন্দুকযুদ্ধ চলে। এতে উভয়পক্ষই শত শত রাউন্ড গুলি বিনিময় করে।

স্থানীয়দের বরাত দিয়ে উভয়পক্ষের ৩ সদস্য নিহতের সংবাদ ছড়িয়ে পড়লেও ঘটনাস্থল দূর্গম হওয়ায় নিরপেক্ষ ভাবে নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ে এক ব্যাক্তির মরদেহ পরে থাকার ছবি প্রকাশ করেছেন।

এতে বাঘাইছড়ির উপজেরার বঙ্গলতলী, জারুলছড়ি সহ বেশ কয়েকটি পাহাড়ী গ্রামে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীব্র এই সংঘর্ষের পর আবারও পার্বত্য অঞ্চলের পাহাড়ী সব কয়টি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক দলগুলো তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে পাহাড়ের মানুষের নাভিশ্বাস তুলছে।

বাঘাইছড়ি থানার উপ পরিদর্শক এসআই সাইদ আসাদ বলেন, ‘আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে গোলাগুলির সংবাদ পেয়েছি এতে দুই পক্ষ হাজার খানেক রাউন্ড গুলি বিনিময় করেছে। তিনজন নিহত হয়েছে শুনেছি। থেমে থেমে এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি পরে বিস্তারিত জানতে পারবো। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ