পাকিস্তানশাসিত জম্মু ও কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত ও চারজন আহত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রোববার (২১শে আগস্ট) গভীর রাতে আজাদ কাশ্মিরের বাগ জেলায় হতাহতের এই ঘটনা ঘটে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, নিয়মিত টহলের সময় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে পড়ে যায়। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ৯ জনের মরদেহ উদ্ধার করে। চারজনকে আহত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে।
আহতদেরকে রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।