আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। ভিন্ন সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছে তারা মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের অভাবেই ভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা করা সম্ভব হচ্ছে না। সম্পত্তি দখল করা উদ্দ্দেশ্যে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়কে দেশ থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে।
নির্বাচন ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে শিশু পর্যন্ত রক্ষা পায় না। পুলিশের গুলিতে ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে দায়িদের গ্রেফতারের দাবি জানান মহা সচিব।
নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতে সাম্প্রদায়িক হামলার মতো নানান কৌশলের আশ্রয় নিয়েছে সরকার বলে মন্তব্য করেন তিনি।
পুরো সরকারই প্রতারণার উপর দাঁড়িয়ে আছে। ফেইক গর্ভনমেন্ট। রনির আন্দোলন আওয়ামী লীগের কৌশল। গণতন্ত্র নেই বলে জবাবদিহিতা নেই, লোডশেডিং এর কারণও তাই বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।