নেত্রকোনায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও ১২ জন। আজ সোমবার (২৩শে মে) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের ড্রাইভার ময়মনসিংহের নান্দাইল এলাকার সবুজ মিয়া এবং হেলপার সুনামগঞ্জের ধর্মপাশার সোহেল মিয়া। আহতদের নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৩শে মে) ভোরে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ময়মনসিংহ নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরে বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়।