গাড়ি থেকে নেমে পদ্মা সেতুর ওপর দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এমন নিয়মের তোয়াক্কা না করে নেতাকর্মীদের সঙ্গে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
ছাত্রলীগ সভাপতি জয়ের বাড়ি বরিশালে। ঈদ উদযাপন করতে আজ শনিবার তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান। এ সময় নিয়ম ভঙ্গ করে তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন।
ছাত্রলীগ নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায় আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন। এরপর নেতা-কর্মীরা জয়ের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন।