তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে নির্বাচন কমিশনের ডাকা সংলাপে যাচ্ছে না। এ বিষয়ে বিএনপি নেতাদের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশা করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপির কোনো আপত্তি থাকলে সেটা তারা নির্বাচন কমিশনের ডাকা সংলাপে গিয়ে বলতে পারে। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়, তাই বাংলাদেশের অবস্থা কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। তিনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলেছেন বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।