গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন ইউনিটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া আগামী শনিবার দেশব্যাপী জেলা সদরে এবং আগামী ১৩ জুন সোমবার দেশব্যাপী উপজেলায়ও একই কর্মসূচি পালন করা হবে।
আজ বুধবার দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপর্যুক্ত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।