নাটোরে ৪ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) দুপুরে নটাবাড়িয়া গ্রামে ও আজাদ দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নটাবাড়িয়া গ্রামে সকাল নয়টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন মাজেদা বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে সিংড়া থানার উপপরিদর্শক শামসুজ্জোহা জানান, বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কে আজাদ দরগা এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি। পরে হাইওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।