গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিজেদের প্রোডাক্ট পোর্টফলিওতে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন যুক্ত করতে যাচ্ছে। পাশাপাশি আনবে নতুন মডেলের স্মার্টওয়াচ। চলতি মাসের ১০ তারিখে ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট আয়োজনের মাধ্যমে ‘রিয়েলমি ৮ ফাইভজি’ স্মার্টফোন এবং ‘ওয়াচ ২ সিরিজ’ স্মার্টওয়াচ উন্মোচন করবে।
রিয়েলমি ৮ ফাইভজি দেশে সবচেয়ে সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোন হতে যাচ্ছে বলে জানিয়েছে রিয়েলমি। ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ ফাইভজি প্রসেসর। আকর্ষণীয় স্লিম বডি ও নজরকাড়া স্পিড লাইট ডিজাইনের এই ফোনে রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি।
ফাইভজি ফোনের পাশাপাশি নতুন স্পোর্ট স্মার্টওয়াচ ‘রিয়েলমি ওয়াচ ২ সিরিজ’ উন্মোচন করতে যাচ্ছে। এতে রয়েছে আপগ্রেডেড ১.৭৫ ইঞ্চির বড় কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস, যা ব্যবহারকারীরা তাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সঠিক জিপিএস, রক্তে অক্সিজেন ও হৃদস্পন্দন শনাক্তকরণে সাহায্য করবে এবং বিভিন্ন রকম স্পোর্টস মোড ও আরও অনেক স্মার্ট ফাংশন সুবিধা দেবে।
দেশে রিয়েলমি ৮ ফাইভজি আসতে যাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মাধ্যমে। ফোনটি বাজারে নিয়ে আসতে সম্প্রতি রিয়েলমি ও ইভ্যালি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী ইভ্যালি রিয়েলমি ৮ ফাইভজি’তে বিশেষ অফার দেবে।