মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

দ্রুতযান ট্রেন লাইনচ্যুত, উল্টে গেছে ৩ বগি

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২

ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর বগি উল্টেও গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার রাতে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গসহ কয়েকটি রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। এরই মধ্যে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ