দুর্ঘটনার কবলে পড়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল গাড়ি। একটি বাড়ির দেয়ালকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে তার গাড়ির সামনের অংশ। ভেঙে পড়েছে বাড়ির দেয়ালও।
বৃটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
তবে ভালো খবর হচ্ছে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফুটবলার। গাড়িটি চালাচ্ছিলেন তার এক কর্মী।
জানা গেছে, রোনালদোর গাড়িটি স্পেনের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা মারে। ২০১৮ সালে ১.৭ মিলিয়ন ইউএস ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৬ কোটি টাকা) ‘বোগাতি ভেরন’ ব্র্যান্ডের এই গাড়িটি কিনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।
স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। ব্যক্তিগত বিমানেই স্পেনে গিয়েছেন। আর জাহাজে করে দু’টি গাড়ি স্পেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। তার মধ্যে একটি গাড়িই দুর্ঘটনায় পড়ে।
এদিকে, দুর্ঘটনার পর রোনালদোর কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির মালিককে দেয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।