রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (দোসরা জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের মৃত ইফাজ উদ্দিন মাতব্বরের ছেলে।
জানা যায়, পরিবারের সদস্যদের সাথে গুলিস্তানে রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর। আগে যাওয়া নিয়ে দুটি বাসের রেষারেষির সময় একটি বাস জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পল্টন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, গুলিস্তানে মঞ্জিল পরিবহন একটি বাস পথচারী জাহাঙ্গীরকে চাপা দিয়ে আইল্যান্ডের উঠে যায়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।