দিনাজপুরের ফুলবাড়ীতে চাল বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। বুধবার দিবাগত রাত আড়াইটার সময় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা উর্বশী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগরের এলাকার বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৭) ও একই উপজেলার বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে সবুজ (২৪)। গুরুতর আহত খলিদ (১৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ তার মোটরসাইকেলে আরো দু’জনকে নিয়ে নিমতলা মোড় হতে সুজাপুর যাচ্ছিল। পথিমধ্যে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা উর্বশী সিনেমা হলের সামনে এলে বিপরীতদিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
অপর একজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়।