দিনাজপুর সদরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। সোমবার (০৬ই জুন) রাত সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)। হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৮ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে।
দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি এ.এন.এম. মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিলো। রাত সাড়ে ৯টায় নৈশ কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।