সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে ইসরায়েল এ হামলা চালায়।
হামলায় সিরিয়ার এক বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল দামেস্ক লক্ষ্য করে দুই দফা হামলা চালাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। ফলে সবধরণের ফ্লাইট বন্ধ করেছে দেশটির সরকার।
এ বিষয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি হামলাকে সিরিয়ার সর্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সিরিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিক্দাদ বলেন, এ হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা দুর্বল হয়ে পড়েছে। তারা এখন নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।