মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:০১ অপরাহ্ন

তিন বিভাগে ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন বন্ধ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২২, ২০২২

তিন দফা দাবিতে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। যা চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।

ধর্মঘট আহবানকারীরা বলছেন, জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি, লরি ভাড়া বাড়ানো ও লাইন্সেন্স করা নিয়ে জটিলতার অবসান চান তারা। কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন মালিকরা।

এর আগে গত ৭ই আগস্ট থেকে ২৮ ঘন্টার ধর্মঘট পালন করে জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ১৫দিন পরও দাবি না মানায় আবারও ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ