বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের অবহেলা ও সমন্বয়হীনতার কারণে সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে দুর্ঘটনা ঘটেছে। ক্ষমতাসীনদের দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। আজ মঙ্গলবার (০৭ই জুন) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব এসব বলেন। দুর্ঘটনার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল।
এসময় তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা। যা মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে। বিএনপি মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে আরো কষ্টে ফেলে দিয়েছে। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে আগের দাম ফিরিয়ে আনার দাবি জানান মির্জা ফখরুল।
এসময় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ দলের তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আগামী ৯ই জুন ঢাকাসহ সকল মহানগরে, ১১ই জুন সকল জেলায় এবং ১৩ই জুন উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।