গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কাছ থেকে ১৬ কোটি টাকা ফিস নেয়ার কথা প্রতিবেদন আকারে হাইকোর্টে জানিয়েছেন আইনজীবী ইউসুফ আলী। আর অবশিষ্ট ১০ কোটি টাকা রয়েছে ট্রেড ইউনিয়নের কাছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিচারপতি খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চে এ প্রতিবেদন তুলে ধরলে হাইকোর্ট বলেন, ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের সমঝোতা বিষয়ে কোন অনৈতিক কিছু হয়েছে কি না তা দুদক দেখবে।
হাইকোর্ট আরও বলেন, কে কত টাকা নিয়েছেন সেটি পরিষ্কার করুন।
শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ না দিয়ে কেন ট্রেড ইউনিয়নের কাছে দেয়া হলো সে প্রশ্নও রাখে হাইকোর্ট। বলেন, ট্রেড ইউনিয়ন সম্পর্কে মানুষের ভালো ধারনা নেই।
বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট।
এদিকে হাইকোর্টের মন্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে এক আইনজীবীর পোস্ট দেয়াকে কেন্দ্র করে, উষ্মা প্রকাশ করে আদালত।