যুক্তরাষ্ট্রের ডলার গতকাল মঙ্গলবারও সবল ছিল। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ইউরো দুর্বল ছিল। এক ইউরো বিক্রি হয়েছে ১ দশমিক শূন্য ৬ ডলারের নিচে।
ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে আভাস দিয়েছেন, তাদের নীতিতে কোনও পরিবর্তন আসবে না। খবর সিএনবিসি।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের সমকক্ষ কেন্দ্রীয় ব্যাংকগুলোর পথে হাঁটতে পারে ইসিবি। আগামী জুলাইয়ে সুদের হার বাড়াতে পারে তারা। যদিও এ নিয়ে দ্বিধাবিভক্ত অর্থনীতিবিদরা।
নিউইয়র্কভিত্তিক টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ এফএক্স কৌশলবিদ মাজেন ইসা বলেন, ইসিবি কঠিন পরিস্থিতিতে আছে। কারণ, সমকক্ষদের তুলনায় এটি আরও ধীরগতি দেখতে পাবে বলে আশা করা হচ্ছে।
চলমান ইউক্রেন যুদ্ধ এবং ইউরো অঞ্চলে অর্থনৈতিক নিম্নগতি উল্লেখ করে তিনি বলেন, ইসিবি সুদের হার কত বাড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) তুলনায়।
২০ বছরের মধ্যে এবার ডলারের দাম সর্বোচ্চ। চলতি মাসে মার্কিন মুদ্রাটির সূচক দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৭৯।
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, চলতি বছরের শেষদিকে সুদের হার থাকবে ৩ শতাংশ এবং ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে।