রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এনসিএল, ৮ দলের স্কোয়াড চূড়ান্ত

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২

নারী জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১২তম আসর আগামী ১৮ আগস্ট থেকে সিলেটে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে বসতে যাওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে ২৭ আগস্ট। মূলত বিশ্বকাপ বাছাইপর্ব এবং এশিয়া কাপের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন করা হচ্ছে এবারের এনসিএল। যেখানে অংশ নেবে দেশের আটটি বিভাগের নামে আটটি দল।

আট দলের চূড়ান্ত স্কোয়াড :
ঢাকা ডিভিশন : রিতু মনি, রুপা রায়, সানু আখতার, একা মল্লিক, ফারজানা হক পিঙ্কি, মুমতাহেনা হাসনাত, রুপা আবেদিন, রচনা আখতার তৃপ্তি, তানজিলা আখতার মৌ, সুমি আখতার, পিঙ্কি আখতার, পূজা চৌহান, লিপি আখতার, শোভা খানম।

চট্টগ্রাম ডিভিশন : সোবহানা মোস্তারি, নুঝাত তাসনিয়া টুম্পা, খাদিজা তুল কুবরা, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, ফাল্গুনি চৌধুরী বন্যা, স্বর্ণা আখতার, হ্যাপি আলম, মোসাম্মৎ ইভা, তমালিকা সুমনা, নুসরাত জাহান, বিবি আয়েশা আখতার, মেহেরুন নেছা জয়া, তানজিলা পূরবী ও অপর্ণা দে অর্পি।

খুলনা ডিভিশন : রুমানা আহমেদ, সুরাইয়া আজমিম, লেকি চাকমা, রুবাইয়া হায়দার ঝিলিক, পিঙ্কি আখতার, ফাহমিদা ছোঁয়া, সোহেলি আখতার, তাজনেহার, শম্পা বিশ্বাস, ফাতেমা আখতার ইতি, শরিফা খাতুন, ফারজানা আখতার ববি, ঝুমুর আখতার মিরা, তাহেন তাহেরা।

বরিশাল ডিভিশন : নিগার সুলতানা জ্যোতি, শারমিন আখতার সুপ্তা, রাবেয়া খান, দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, ফুয়ারা আখতার, মিষ্টি রানি সাহা, শারমিন আখতার ছোঁয়া, লিলি রানি বিশ্বাস, আতিকা হোসেন অনুরা, মাইমুনা নাহার, ফাতেমা জাহান সোনিয়া, মোরশেদা নাজনিন, রুমানা ইয়াসমিন।

সিলেট ডিভিশন : ফাহিমা খাতুন, মারুফা আখতার, লাবনী, শামিমা সুলতানা, তিশমা তানজিম, সাবেকুন্নাহার চৈতি, মর্জিনা আখতার মিম, আশরাফী ইয়াসমিন অর্থী, ইসমত জাহান অ্যানি, তিথি, দিপা খাতুন, কুলসুমা আখতার, শিবানি রানী, নাসিমা খাতুন।

রাজশাহী ডিভিশন : লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, নাহিদা আখতার, সানজিদা ইসলাম, ফারজানা আখতার লিসা, অচেনা জান্নাত, আফিয়া ইরা, মুরশেদা খাতুন সোমা, পান্না ঘোষ, দৃষ্টি দাস, সুমা রানি রায়, আয়েশা আখতার, ফারহানা সুলতানা, ফেরদৌসি আখতার।

রংপুর ডিভিশন : সালমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, তাজিয়া আখতার, উন্নতি আখতার, মুর্শিদা খাতুন হ্যাপি, সাদিয়া ইসলাম, সাবেকুন নাহার জেসমিন, লাকি খাতুন, সাথিরা জাকির জেসি, তিথি রানী সরকার, সাথী রানী বর্মণ, ইসমত আরা, ফারজানা ইয়াসমিন মেধা, খাদিজা খাতুন।

ময়মনসিংহ ডিভিশন : জাহনারা আলম, সন্দিহা ইসলাম আশা, দিলারা আখতার, আয়েশা রহমান শুকতারা, শারমিন সুলতানা, সুমাইয়া আখতার, সানজিদা আখতার মেঘলা, রিয়া আখতার শিখা, বিথী পারভিন, হালিমাতুল সাদিয়া, মিশু খান, কামরুন নাহার রেখা, নুসরাত জাহান সামান্তা, আনিসা আখতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ