শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

টানা দুই ম্যাচেই জয় দেখল স্পেন

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৩, ২০২২
টানা দুই ম্যাচেই জয় দেখল স্পেন

উয়েফা নেশন্স লিগে দুই ড্রয়ের পর টানা দুই ম্যাচেই জয় দেখল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। নিজেদের চতুর্থ ম্যাচে চেক রিপাবলিককে দাঁড়াতেই দিল না স্প্যানিশরা। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে চলতি নেশন্স লিগে নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল লুইস এনরিকের দল।

মালাগায় গতকাল রোববার দিবাগত রাতে নেশন্স লিগের ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের চেক রিপাবলিককে ২-০ গোলে হারিযেছে স্পেন। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পায় স্পেন। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন কার্লোস। আর পরের অর্ধে স্কোরলাইন ২-০ করেন পাবলো সারাবিয়া।

টানা দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠেছে স্পেন। দিনের আরেক ম্যাচের হারের মুখ দেখা পর্তুগাল নেমে গেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে টানা দুই ম্যাচে হারের কারণে চেক রিপাবলিক নেমে গেছে তৃতীয় স্থানে। আর তিন পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সুইজারল্যান্ড।

এই গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল রোববার রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। দলের হয়ে জয়সূচক গোলটি করেন হারিস সেফেরোভিচ।

ম্যাচের শুরুতেই অঘটন হয়ে যায় পর্তুগালের। ঠিক প্রথম মিনিটেই লিড পেয়ে যায় সুইসরা। ম্যাচের প্রথম আক্রমণেই ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে দারুণ ক্রস বাড়ান সিলভান উইডমার। সুযোগ হাতছাড়া না করে লাফিয়ে উঠে কোনাকুনি হেডে স্কোরলাইন ১-০ করেন সেফেরোভিচ।

এরপর শুধু নিজেদের রক্ষণ সামলেছে সুইসরা। বাকি সময়ে বল দখল কিংবা আক্রমণে এগিয়ে থেকেও জালের দেখা পায়নি পর্তুগাল। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে জয় পর্তুগালকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ