চলমান লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা এবং দুর্নীতির প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যসব মহানগরীতে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করকে বিএনপি।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সিইসি যাই বলুন না কেন, সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকারের নির্দেশ অমান্য করার ক্ষমতা ইসির নেই।