জেরুজালেমের একটি বাসে বন্দুকধারীর গুলিতে গর্ভবতী নারীসহ আটজন ইসরাইলি আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
স্থানীয় সময় রোববার সকালে জেরুজালেমের ওল্ড সিটিতে এই হামলার ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শহরটির ওয়েস্টার্ন ওয়ালের পার্কিং লটে অপেক্ষমান একটি বাসে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এই ঘটনার তদন্ত করছে ইসরাইলের পুলিশ।