পারিবারিক ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় কোন প্রশ্নের জবাব দেননি তিনি।
এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, সংবিধান অনুযারি তার অধিকার রয়েছে এসব প্রশ্নের উত্তর না দেয়ার। আমেরিকার সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী যে কোনো মার্কিন নাগরিক তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তর দেওয়া থেকে বিরত রাখতে পারেন।
ট্রাম্প অভিযোগ করেছেন, বাইডেন প্রশাসন রাজনৈতিক উদ্দেশে বিচার বিভাগকে তার বিরুদ্ধে ব্যবহার করছে।
পারিবারিক ব্যবসায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল এস্টেটের ম‚ল্য বৃদ্ধি করেছে কি না তা খতিয়ে দেখছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দুই ছেলেকে।