শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

জরিমানা গুনে পাকিস্তানকে এগিয়ে দিলো ভারত

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৬, ২০২২

একবাস্টনে রেকর্ডময় টেস্ট ম্যাচে রেকর্ড রান তাড়া করে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। এমন হারের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে শুনতে হলো আরও বড় দুঃসংবাদ। সে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি কেটে নেয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মূল্যবান পয়েন্ট।

মঙ্গলবার (৫ জুলাই) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সিরিজের শেষ ও পঞ্চম টেস্টের পঞ্চম দিনে জো রুট ও বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। ইংলিশদের এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ২-২ জয়ে সমতায় শেষ হয়।

এজবাস্টন টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল ভারত। তাই আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই শাস্তি আরোপ করেন। এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিধিতে অনুচ্ছেদ ১৬.১১.২ অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে। সেই হিসেবে ভারতের দুই ওভারে দুটি পয়েন্ট কেটে নেয়া হয়।

ভারতকে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়া পেসার জাসপ্রিত বুমরাহ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় নতুন করে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট হারানোয় সুবিধা হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। শতকরা হিসেবে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে পাকিস্তান আর ভারত নেমে গেছে চার নম্বরে। অর্থাৎ ৫২.০৮ শতাংশ পয়েন্ট নিয়ে চারে ভারত, ৫২.৩৮ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৭.৭৮ আর দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭১.৪৩।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে স্লো ওভারেটের কারণে দ্বিতীয়বারের মতো শাস্তি পেল ভারত। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে তৃতীয়বারের মতো শাস্তি পেল উপমহাদেশের দলটি। নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২ পয়েন্ট হারায় ভারত। এ ছাড়া গত জানুয়ারিতে সেঞ্চুরিয়ন টেস্টে ১ পয়েন্ট কাটা পড়েছিল দলটির। সব মিলিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ পয়েন্ট হারাল ভারত।

চলতি মৌসুমে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ পয়েন্ট হারানোয় বড় মাশুল দিতে হতে পারে ভারতকে। গত মৌসুমে বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে ৪ পয়েন্ট জরিমানা দেয়ায় ফাইনালে ওঠার সুযোগ হারায় অস্ট্রেলিয়া। কোভিড-১৯ ভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল করেছিল অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের নিচের থাকায় আর ফাইনাল খেলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ