শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৬, ২০২২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতবছরের মতো এবারও বায়ার্ন মিউনিখের গ্র“পে পড়েছে বার্সেলোনা। তাদের সঙ্গী হয়েছে ইন্টার মিলান আর ভিক্টোরিয়া প্লিসেন। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পড়েছে সহজ গ্র“পে।

বৃহস্পতিবার (২৫শে আগস্ট) রাতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় ড্র।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে গ্র“প-এফ এ। তাদের সঙ্গি লাইপজিগ, শাখতার ও সেলটিক। লিওনেল মেসির পিএসজি খেলবে গ্র“প এইচ-এ। যেখানে রয়েছে জুভেন্টাস, বেনফিকা ও মাকাবি হাইফা।

ইংল্যান্ডের সেরা দল ম্যানচেস্টার সিটির জি-গ্র“প সঙ্গী বরুসিয়া ডর্টমুন্ড, সেভিয়া ও কোপেনহেগেন।

এক নজরে ৮ গ্র“প

গ্র“প-এ: আয়াক্স আমস্টারডাম, লিভারপুল, নাপোলি, গ্লাসগো রেঞ্জার্স

গ্র“প-বি: এফসি পোর্তো, অ্যাতলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, ক্লাব ব্র“গ

গ্র“প-সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন

গ্র“প-ডি: আইনট্রাখট ফ্রাংফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং লিসবন, অলিম্পিক মার্শেই

গ্র“প-ই: এসি মিলান, চেলসি, এফসি সালজবুর্গ, ডিনামো জাগরেব

গ্র“প-এফ: রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দনেস্ক, সেলটিক

গ্র“প-জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেন

গ্র“প-এইচ: প্যারিস সেইন্ট জার্মেই, জুভেন্টাস, বেনফিকা, মাকাবি হাইফা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ