বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

চলে গেলেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৩১, ২০২২
চলে গেলেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র

চলে গেলেন ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ বা ‘ও তোতা পাখি রে’ গানের জন্য বিখ্যাত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত পাঁচ বছর ধরে তিনি হাসপাতাল আর বাড়িতে বারবার চিকিৎসা নিয়েছেন। তিনবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

নির্মলা মিশ্রের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মৃত্যুর পর তার দেহ রাতেই রাখা হয় দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে। সেখান থেকে আজ রোববার সকালে তাঁর দেহ নিয়ে আসা হবে দক্ষিণ কলকাতার চেতলার নিজ বাসভবনে।

সেখানে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে কলকাতার বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সংগীত একাডেমি ভবনে।

চিকিৎসক আরো জানান, গত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না নির্মলা মিশ্রের। রক্তচাপ কমে গিয়েছিল অনেকটা। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও রাজি হচ্ছিলেন না প্রবীণ শিল্পী। শনিবার রাতে হ‍্যদরোগেই শেষ সবকিছু।

নির্মলা পুত্র জানান, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সঙ্গীতশিল্পীর। তারপর থেকে শরীরের একটা পাশে পক্ষাঘাত হয়ে গিয়েছিল। শয‍্যাশায়ী হয়ে পড়েছিলেন নির্মলা মিশ্র। শনিবার পরিবারের সবার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। প্রবীণ শিল্পীর পরিবারে ছেলে ছাড়াও রয়েছেন স্বামী এবং পুত্রবধূ।

নির্মলা মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রবীণ সঙ্গীতশিল্পীর মরদেহ এদিন রাখা থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই জানানো হবে শেষ শ্রদ্ধা। তারপর কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন নির্মলা মিশ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ